মাইদুল ইসলাম মুকুল ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : স্বেচ্ছায় রক্তদানে শিক্ষার্থীদের উৎসাহি করার লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফেসবুক কমিউনিটি উই আর ভূরুঙ্গামারী’স পিপল এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার দুপুরে ভুরুঙ্গামারী বলদিয়া ডিগ্রি কলেজে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উই আর ভুরুঙ্গামারূ’স পিপল ফেসবুক কমিউনিটির প্রধান উপদেষ্টা মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় ও বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ বাবুল আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান। উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কর্মসূচি পালন করা হবে।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৩০