মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ এলএসডি তে সরকারী ভাবে অভ্যন্তরীন আমন ধান, চাল সংগ্রহ অভিযান-২০২৩-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ এলএসডি চত্বরে খাদ্য শষ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, জহুরা অটো রাইস মিলের ব্যস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল কাফি লিটন, বোচাগঞ্জ চালকল মালিক গ্রুপের সভাপতি মোঃ ফয়জুল আলম চৌধুরী বাবলু, বিশিষ্ট ধান চাল ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান সোনা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদিন, ওসি এলএসডি মোঃ মাঈদুল ইসলাম মাহি, আনোয়ারা অটো রাইস মিলের স্বত্তাধীকারী মোঃ দেলোয়ার হোসেন, লোড আনলোড ঠিকাদার মোঃ ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এবার চাল ৪৪ টাকা প্রতি কেজি দরে ৬ হাজার ৯ শত ৫০ মেঃ টন চাল, ৩০ টাকা প্রতি কেজি দরে ৬ শত ১৪ মেঃ টন ধান সংগ্রহ করবে সেতাবগঞ্জ এলএসডি।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২৫