শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি কফিল আহমদ চৌধুরীর ব্যাক্তিগত পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে গতকাল শনিবার বিকেলে গরীব ও অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক মেম্বার সিরাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কফিল আহমদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ইছবর আলী,আওয়ামী লীগ নেতা আব্দুল ছালাম,আব্দুল হক,আইয়ুব আলী, মাখন মিয়া,হাবিবুর রহমান,চেরাগ আলী, আনসার আলী প্রমুখ। অনুষ্ঠানে ১২০জন গরীব ও অসহায় লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:২৮