বিনোদন ডেস্ক : ২০০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত তারকাবহুল সিনেমা ‘গণপথ’। এ সিনেমায় অভিনয় করেছেন টাইগার শ্রফ, কৃতি শ্যানন, অমিতাভ বচ্চনের মতো জনপ্রিয় সেলিব্রেটিরা। ‘গণপথ’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে ভবিষ্যতের দুনিয়ায় ধনী-দরিদ্রের লড়াই নিয়ে। বলিউডের সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমার দৃশ্যপট ২০৭০ সাল। ৪৭ বছর এগিয়ে যাওয়া জীবনের প্রেক্ষাপটে সাজানো হয়েছে সিনেমার গল্প।
সিনেমায় গণপথ ওরফে গুড্ডুর ভূমিকায় টাইগার শ্রফ, জসসি হিসেবে দেখা গেছে কৃতি স্যাননকে। সিনেমায় আছেন ভারতের মেগাস্টার অমিতাভ বচ্চনও। তবুও প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। বক্স অফিস রিপোর্ট বলছে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ২ কোটি ৫০ লাখ রুপি। এ আয় দেখে সমালোচকরা বলছেন, টাইগার শ্রফের ফিল্ম ক্যারিয়ারের সবচেয়ে কম ওপেনিং কালেকশন এটি।
ভারতীয় সংবাদমাধ্যম নির্মিত বাজেট হিসেব করলে সপ্তাহ শেষে ‘গণপথ’ সিনেমার এখন পর্যন্ত মোট আয় মাত্র ১০ কোটি ৯০ লাখ ভারতীয় রুপি। আর এতেই সন্তোষ প্রকাশ করতে পারছেন না বিশ্লেষকরা। উল্লেখ্য, দুর্গাপূজা ও নবরাত্রি উৎসবে বিকাশ বহেল পরিচালিত ‘গণপথ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ২০ অক্টোবর। এ সিনেমায় টাইগার শ্রফ, কৃতি শ্যানন, অমিতাভ বচ্চনের পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গওহর খান, জামিল খান, শ্রুতি মেনন, জিয়াদ বকরিসহ অনেকে। প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে বলিউডের নতুন এ সিনেমাটি।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:১২