স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাবরকে সরিয়ে সরফরাজকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে পিসিবি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন সরফরাজ। তার নেতৃত্বে সদ্য সমাপ্ত কায়েদ-ই-আজম ট্রফিতে শিরোপা জিতেছে করাচি হোয়াইটস।
টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সরফরাজ জিতেছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড সদরদপ্তর লাহোরে পিসিবি সভাপতি জাকা আশরাফের সঙ্গে দেখা করেন সরফরাজ। যেখানে অভিজ্ঞ এই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন জাকা আশরাফ।
এরপরই গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দায়িত্ব দেওয়া হতে পারে সরফরাজকে। পিসিবি ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বলেও জানা যাচ্ছে। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের বিপর্যয়ে কাঠগড়ায় অধিনায়ক বাবর আজম। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন খোদ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাই। তাকে নেতৃত্ব থেকে সরানোর দাবিও তোলা হচ্ছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানের খবর, বিশ্বকাপের পর সাদা পোশাকের ক্রিকেটের নেতৃত্ব হারাতে পারেন বাবর আজম। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দায়িত্ব দেওয়া হতে পারে অভিজ্ঞ ক্রিকেটার সরফরাজ আহমেদকে। উল্লেখ্য, গত জুলাইয়ে বাবর আজমের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে ২-০ ব্যবধানে জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করে পাকিস্তান
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০