ডেস্ক নিউজ : নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৪০ বছর ধরে বন্দর একই প্রতিষ্ঠানের হাতে ছিল, তারা নতুন কাউকে আসতে দিতে চায় না। বিএসসি আগে লাভ করতে পারেনি এমন মাফিয়া চক্রের জন্য। সরকারের পক্ষ থেকে চট্টগ্রামে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানও দেশের শেয়ার মার্কেটে আসবে। এসব হলে চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশ উন্নত হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় বোর্ড ক্লাবে আয়োজিত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৮তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি।
সম্প্রতি চসিক মেয়রের বক্তব্যের প্রতিক্রিয়ায় নৌপরিবহণ উপদেষ্টা বলেন, আমি কখনই বর্তমান মেয়র বা বর্তমান প্রশাসনকে নিয়ে কিছু বলিনি। আমি অতীতের কথা বলেছি। আপনারা ভালো করেই জানেন, অতীতে বন্দরে কী ধরনের মাফিয়ারা ছিল। আজকে বন্দরের অনেক উন্নতি হয়েছে, যা অতীতে সম্ভব হয়নি। এই বন্দর নতুন করে তৈরি হয়নি, একই বন্দর শুধু ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, যখন কোনো কথা বলা হয়, তখন কারো না কারো স্বার্থে আঘাত লাগে। আমি অতীত স্বার্থের কথাই বলেছি। আমি এই দেশের মানুষ, বাইরে থেকে আসিনি। চাঁদাবাজির বিষয়ে উপদেষ্টা বলেন, আমি মাসিক হিসাবের কথা বলিনি, বলেছি অলমোস্ট। সবাই জানে প্রতিদিন কত টাকা চাঁদাবাজি হয়। কে নেয়, কে নেয় না- সেটা বলা আমার কাজ না।
বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সভায় নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বক্তব্য দেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৪-২৫ অর্থবছরের নিট লাভ থেকে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়, যা উপস্থিত শেয়ারহোল্ডারদের ভোটে অনুমোদিত হয়েছে।
এর আগে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেনের এক বক্তব্যের জেরে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে চসিক মেয়র তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওই সময় নৌপরিবহণ উপদেষ্টাকে চট্টগ্রামে আসতে দেবেন না বলে জানিয়েছিলেন মেয়র। একই সঙ্গে চাঁদাবাজি নিয়ে উপদেষ্টার দেওয়া বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যাও চেয়েছেন চসিক মেয়র শাহাদাত হোসেন।
কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৯