স্পোর্টস ডেস্ক : শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে ১০৭ রান তুলতেই ৫ উইকেট হারায় স্কট অ্যাডওয়ার্ডসের দল।
বোলিংয়ে নেমে শুরুতেই চাপে ফেলে বাংলাদেশ। দলের খাতায় ৪ রান যোগ হতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ডাচরা। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাসকিনের ফুল লেন্থের বল ঘুরিয়ে খেলতে চেয়েছিলেন বিক্রমজিত সিং। কিন্তু সেটি লিডিং-এজ হয়ে ধরা পড়ে মিড অফে থাকা সাকিব আল হাসানের হাতে। কাঁধের চোট কাটিয়ে দুই ম্যাচ পর ফিরেই উইকেটের দেখা পান তাসকিন।
পরের ওভারেই বাংলাদেশকে দ্বিতীয় সাফল্যটি এনে দেন শরিফুল। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়েছেন ম্যাক্স ও’দাউদ। বিক্রমজিত ৩ রান করলেও, রানের খাতা খোলা হয়নি ম্যাক্স ও’দাউদের। তবে তিনে নেমে ওয়েসলি বারেসি শুরু করেন পাল্টা আক্রমণ। বারেসির আক্রমণে আবারও ম্যাচে ফিরতে শুরু করে নেদারল্যান্ডস। তাকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও চালকের আসনে বসান মুস্তাফিজ।
মুস্তাফিজের স্লোয়ার ফুল লেন্থ বলে শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বারেসি, দৌড়ে এসে সেটা লুফে নেন সাকিব। ৪১ বলে ৪১ রান করে আউট হন ভয়ঙ্কর হয়ে ওঠা বারেসি। পরের ওভারেই সাকিব ফেরান আরেক সেট ব্যাটার কলিন অ্যাকারম্যানকে। রপরে ৭৪ বলে ৪৪ রানের জুটি গড়েন বাস ডি লিডি ও দলপতি স্কট। সেই জুটি ভেঙে আবারও নেদারল্যান্ডসকে চাপে ফেলেন তাসকিন। দলীয় ১০৭ রানে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিডি। ৩২ বলে ১৭ রান লিডিকে অবশ্য প্রথমে আউট দেননি আম্পায়ার জোয়েল উইলসন।
তবে অধিনায়ক সাকিবসহ বাকিদের আবেদন ছিল জোরাল। বাংলাদেশ রিভিউ নেয়ার পরপরই হাঁটা শুরু করেন বাস ডি লিডি। বল যে ব্যাটে লেগেছে, সেটি নিশ্চিত তিনি। এরপরে নেদারল্যান্ডসকে টেনে তোলার চেষ্টা করছেন সাইব্রান্ড এনগেলব্রেখট ও অধিনায়ক স্কট।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০১