ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ এখনো চলছে। এরইমধ্যে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।
দুপুর ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের মঞ্চের কাছে মারামারি ও লাঠি-ছোড়াছুড়িতে জড়ান ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী। এ সময় মঞ্চ থেকে সমাবেশের মাইকে ছাত্রলীগের নাম উল্লেখ করে মারামারি থামাতে বারবার অনুরোধ জানানো হয়। ১০ মিনিটের মতো এই মারামারি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমাবেশের কার্যক্রম শুরু হয়। এরপর দুপুর দেড়টা থেকে মঞ্চে বক্তব্য শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ৪১ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন।
সরকারের পতনের একদফা দাবিতে নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তবে পুলিশ এতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশপাশ থেকে দলীয় নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ।
কাকরাইলের পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।
এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।
বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৫.৩৩