মোঃ সালাহউদ্দিন আহমেদ : বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় সমাবেশের অংশ হিসেবে নরসিংদীর মাধবদীতে নরসিংদী সদর- ১ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপি এর আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৮ অক্টোবর) শনিবার সকালে মাধবদী বাসস্ট্যান্ডে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামিলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং নরসিংদী সদর – ১ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আলী হোসেন শিশির সিআইপি। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামিলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মাধবদী শহর শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, মাধবদী পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মাধবদী শহর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল প্রধান, বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরে আলম, এবং আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০২