ডেস্ক নিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার খরচ এবং সংসারের খরচ জোগাতে রিকশা চালাচ্ছে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্র। যে বয়সে লেখাপড়ার পাশাপাশি মাঠে গিয়ে খেলাধুলা করার কথা সে বয়সেই সংসারের হাল ধরতে রিকশার হাতল ধরতে হয়েছে ওই শিশুকে। উপজেলার শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র আমিনুল ইসলামের বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কুড়ারপাড়।
চার শতক জমির ওপর জরাজীর্ণ একটি বাড়িতে থাকে আমিনুলের পরিবার। আমিনুল ইসলামের বাবা আব্দুল করিম মিয়া (৫৩) বছরখানেক আগে স্ট্রোক করে হাত-পা অবশ হয়ে পড়ে আছেন। মা কবিজন বেগম (৪৫) সাত থেকে আট বছর ধরে বয়ে বেড়াচ্ছেন জটিল টিউমার। টাকা-পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না ওই দম্পতি। তাই অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার খরচ জোগাতে রিকশা চালাচ্ছে তাদের শিশুসন্তান আমিনুল। উপজেলার বিভিন্ন স্থানে দিনভর রিকশা চালিয়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় করে। এই টাকা দিয়ে বাবা-মায়ের ওষুধ ও সংসারে জোগান দিচ্ছে সে।
আমিনুলের মা কবিজন বেগম বলেন, আমরা দুজন খুবই অসুস্থ। এক ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় গিয়ে কামাই করে নিজের পেট চালায়। ছোট ছেলে আমিনুল রিকশা চালিয়ে আমাদের চিকিৎসার খরচ চালায়। সরকারি কোনো সহযোগিতা পেলে আমাদের চিকিৎসাটা ভালো হতো। শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলেন, আমিনুল নিয়মিত মাদ্রাসায় না আসায় আমরা খোঁজ নিয়ে জানতে পারি সে বাবা-মায়ের চিকিৎসার খরচ জোগাতে রিকশা চালায়। মাদ্রাসায় তার ফি মওকুফ করা হয়েছে।
ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ বলেন, খোঁজ নিয়ে দেখেছি পরিবারটি খুবই অসহায়। বাবা-মায়ের চিকিৎসার জন্য আমিনুল নামের ছেলেটি লেখাপড়া বাদ দিয়ে রিকশা চালাচ্ছে। পরিবারটির সাহায্য প্রয়োজন।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৮