স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল পেরুর মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি। মেসি শুরুর একাদশে থাকবেন কি না তা একেবারে নিশ্চিত করে বলতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্কালোনি।
তিনি বলেন, ‘এটি কেবল সময়ের ব্যাপার, আমি মেসির সঙ্গে বখা বলেছি, জেনেছি ও কেমন বোধ করছে। ও যদি সুস্থবোধ করে যতক্ষণ খেলতে চায় খেলবে। আর সে যদি মাঠে কিছু সময়ও ভালো খেলে তাহলে বুঝতেই পারছেন কী ঘটাতে পারে।’
কিছুদিন যাবত মাংসপেসির অবসাদগ্র্স্ততায় ভোগার পর ফিট হয়েছেন মেসি, কিন্তু এখনো পুরোদমে খেলছেন না । সবশেষ প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নেমে খেলেছেন কেবল ৩৭ মিনিট।
স্কালোনি বলেন, ‘মেসি সুস্থ আছে, অনুশীলনে বাড়তি সময় দিচ্ছে সে। আমরা কাল সিদ্ধান্ত নেব সে খেলবে কি না। লড়াই করার এই আকাঙ্ক্ষা আমাদের চালিয়ে যেতে হবে। আমরা অপ্রতিরোধ্য নয়। যেই মাঠে থাকুক না কে, আমাদের খুব মার্ক করে রাখা হয়। আমরা চাই মেসি সবসময় মাঠে থাকুক, কিন্তু যখন সে না থাকবে, তখন তার বিকল্প আনতেই হবে। ‘
সংবাদ সম্মেলনে পেরুর খেলোয়াড়দের আক্রমণাত্মক মানসিকতার বেশ প্রশংসা করেন আলবিসেলিস্তে কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম তিন ম্যাচের তিনটি জয় পেয়েছে আর্জেন্টিনা। কাল পেরুকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করে রাখতে চায় তারা। এদিকে একই দিন মাঠে নামছে ব্রাজিলও। উরুগুয়ের বিপক্ষে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।
কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:০২