স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ৮০ ও ‘অচেনা’ ইকরাম আলিখিলের ৫৮ রানের সুবাদে ২৮৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এদিন আফগান দুই ওপেনারের জুটি থেকেই আসে ১১৪ রান।
বিপদজনক এই জুটি থামান আদিল রশিদ। এর পর মাত্র ৫০ রানের ব্যবধানে ৫ উইকেট তুলে নিলে ম্যাচের লাগাম ইংলিশদের হাতে চলে আসে। চাপে পড়ে যায় আফগানরা। সেই অবস্থা থেকে আফগানিস্তান ইনিংসের ত্রাতা হয়ে দাঁড়ান ইকরাম আলিখিল। রশিদ খান ও মুজিবের সাথে দুটো চলিশোর্ধ জুটির সুবাদে আফগানদের বিপদ কাটে। ৬৬ বলে ৫৮ রান করে ইকরাম যখন আউট হন আফগানদের সংগ্রহ তখন ২৭৭।
আফগানদের হয়ে মুজিব উর রহমান ২৮ ও রশিদ খান ২৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি ও মার্ক উড ২টি উইকেট শিকার করেন। টপলি, লিভিংস্টোন ও রুট ১টি করে উইকেট পান। আফগানিস্তানের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান ইকরাম আলিখিল। ৭ ম্যাচ খেলে ১৪২ রান করেছিলেন সেই আসরে।
এখনো পর্যন্ত বিশ্বকাপে আফগানিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এসেছিল এই ইকরাম আলিখিলের ব্যাটে ভর করেই। সেদিন উইন্ডিজদের দেয়া ৩১২ রানের লক্ষ্য তাড়ায় ২৮৮ রানে থামে আফগানদের ইনিংস। ওই ম্যাচে ৯৩ বলে ৮৬ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ২৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামবে ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮