শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী আব্দুল করিম চৌধুরী। পঠিত লেখার উপর আলোচনা করেন ছড়াকার কবির আশরাফ।
মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৪