শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে পৌর মেয়রের আয়োজনে “নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে পৌর চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম, উপসহকারী প্রকৌশলী শাহিনুল ইসলাম, শৈলেন্দ্রনাথ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা জাকারিয়া হোসেন প্রমূখ। এ সময় কাউন্সিলবৃন্দসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৫