আন্তর্জাতিক ডেস্ক : ফার্মাসিউটিক্যালসের ডেঙ্গু টিকা কিউডেঙ্গাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গতকাল সোমবার এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। খবর এনএইচকের।
আজ মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচওর সদরদপ্তরে গেব্রিয়েসুস বলেন, ডেঙ্গুর প্রকোপ বেশি— এমন অঞ্চলগুলোয় ৬ থেকে ১৬ বছর বয়সীদের ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা যাবে।
অবশ্য ডব্লিউএইচওর আগেই জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিউডেঙ্গাকে ছাড়পত্র দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।
কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৬