আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন হয়েছে। চুক্তিটি উভয় দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে আরও ত্বরান্বিত একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২২ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন–এর মধ্যে টেলিফোন আলাপের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
নয়াদিল্লি থেকে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, এই এফটিএ ঐতিহাসিক, উচ্চাকাঙ্ক্ষী ও পারস্পরিকভাবে লাভজনক, যা ভারত ও নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করবে। প্রধানমন্ত্রী লাক্সন জানান, চুক্তির প্রথম দিন থেকেই নিউজিল্যান্ডের প্রায় ৯৫ শতাংশ পণ্যের ওপর ভারতের শুল্ক কমানো বা প্রত্যাহার করা হবে, ফলে দেশটির পণ্যের বাজার প্রবেশ উল্লেখযোগ্যভাবে সহজ হবে।
ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ এবং দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতি দেশ হওয়ায় কিউইদের জন্য কর্মসংস্থান, রপ্তানি এবং প্রবৃদ্ধির সুযোগ তৈরি করে করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
চুক্তি নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের মার্চে প্রধানমন্ত্রী লাক্সনের ভারত সফরের সময়। মাত্র নয় মাসে আলোচনা শেষ হওয়াকে দুই দেশের রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই এফটিএর ফলে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, এমএসএমই, শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।
দুই দেশের প্রধানমন্ত্রীই আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হবে এবং আগামী ১৫ বছরে ভারতে নিউজিল্যান্ডের প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসতে পারে। উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।
সূত্র: রয়টার্স।
কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:২৩