জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : উন্নয়ন অভিযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা,র নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যােগে জন সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে গুইমারা সরকারি মডেল হাই স্কুল মাঠে গুইমারা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে থামাতে পারবে না বিএনপি-জামাত আন্দোলনের নামে আবারও সাংবিধানিক নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চৌদ্দ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে।
জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশকে নেতৃত্ব শূন্য করতে স্বাধীনতা বিরোধীরা। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের লক্ষে পৌঁছে দিতে বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। ২০০১ সালের বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ভয়ানক পরিস্থিতির জন্ম দিয়েছিলো। সে সময় বিএনপি খাগড়াছড়িবাসীকে অস্থিতিশীল করে তুলেছে।তাই আগামী নিবাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে স্মাট বাংলাদেশ নির্মাণে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমার সঞ্চালনায় সমাবেশে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড.আশুতোষ চাকমা ও এম এ জব্বার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগ’র সভাপতি ক্রইসাঞো চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহিনা আকতারসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৪