স্পোর্টস ডেস্ক : অনেক আগে থেকেই রাজনৈতিকভাবে বৈরি অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। যে কারণে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় সিরিজই হয় না। তবে তাই বলে এক দেশের খেলোয়াড় অন্য দেশের খেলোয়াড়ের প্রশংসা করতে কার্পণ্য করেন না। এই যেমন পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রশংসা করেছেন তার ভারতীয় প্রতিপক্ষ রোহিত শর্মা।
ক্রিকেট পাকিস্তান জানাচ্ছে, রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, কার কাভার ড্রাইভ সবচেয়ে সুন্দর। এমন প্রশ্নের জবাবে ভারতীয় ক্যাপ্টেন বলেন, ‘কোহলি, বাবর ও জো রুট। কিন্তু আমি মনে করি, কোহলি এটা সবচেয়ে সুন্দর কৌশলে খেলে।’
রোহিতের মতো সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইনেরও বাবরের কাভার ড্রাইভ পছন্দ। গত বছর এ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘দুঃখিত ভারতীয় বন্ধুরা, আমি বাবর আজমকেই বেছে নেব। কোহলিকে বেছে নেওয়া যায়। তবে ও একটু ভিন্ন ঘরানার কাভার ড্রাইভ খেলে, কব্জি বেশি ব্যবহার করে। বাবর খেলে যেভাবে যখন প্রয়োজন।’
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৫