পাম্পকিন
————–
এই সিজনে মানে ফলে এমেরিকায় প্রচুর পাম্পকিন,মিষ্টি কুমড়া পাওয়া যায় এবং ফলের আরেক নাম পাতা ঝড়ার মৌসুম। তবে এর আরো একটা নাম আছে– পাম্পকিন সিজন।
বাড়িঘর অফিস আদালত ডেকোরেশনে আপনি পাম্পকিন দেখবেন, গ্রোসারীতে দেখবেন বিভিন্ন সাইজের পাম্পকিন বিক্রি করতেছে। কফিতে পাবেন পাম্পকিন ফ্লেভার, পাই, বিস্কুট বা অন্যান্য মিষ্টি খাবারে পাবেন পাম্পকিন– চারদিকে পাম্পকিনের ছড়াছড়ি।
এই যেমন সকালে যে ক্রিম চিজ খাচ্ছিলাম, তাকাইয়া দেখলাম সেইটাও পাম্পকিন ফ্লেভার দেখে কিনছিলাম। স্রোতে গা ভাসানো আর কি। মিষ্টিকুমড়ার সিজনে মিষ্টি কুমড়া বা তার ফ্লেভার সম্বলিত খাবার না খেলে ইজ্জত থাকে না।
এইদিকে অফিসে সাইলেন্ট অকশন চলতেছে। সাইলেন্ট অকশন হইলো চুপিসারে নিলাম, বেশি হাউকাউ হবে না। নিলামের জিনিস দেখবেন– পছন্দ হইলে আস্কিং প্রাইসের উপর প্রাইস লিখেবন, নো চিল্লাচিল্লি।
এমেরিকার জনপ্রিয় ট্রাডিশান হলো নিলাম। নিলাম নিয়ে বিশদ লেখার ইচ্ছে আছে। আপাতত নিলামে আমি কি নিয়ে দামাদামি করতেছি তার ছবি দিচ্ছি।
ইয়েস, ধরতে পাচ্ছেন — পাম্পকিন এবং ফল সিজন রিলেটেড জিনিসে আমি বিড করতেছি। সেইটা নিয়েও লিখব বিশদ। আপাতত ছবি দেখেন আমার বাস্কেটের।
আজকেই শেষ দিন বিডের। আমার দামের উপর কেউ দাম না বসাইলে এই বাস্কেট আমার।
লেখিকাঃ ড. তামান্না কেয়া-করোটকি একজন এমেরিকা প্রবাসী বাংলাদেশী লেখক, গবেষক, এবং এক্টিভিস্ট। লেখালিখির ব্যাপারে তার পছন্দের বিষয় হলো মুক্তিযুদ্ধ, মুক্তচিন্তা, নারী স্বাধীনতা, প্রকৃতি, বাক স্বাধীনতা এবং মানুষের দৈনন্দিন জীবন ও আচার। তিনি ম্যাসাচুসেটস অংগরাজ্যের ব্র্যান্ডাইজ ইউনিভার্সিটি থেকে এমএস এবং সাউথ ক্যারোলিনা অংগরাজ্যের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা থেকে পিইএচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সাউথ ক্যারোলিনার স্বাস্থ্য বিভাগে গবেষক হিসেবে সরকারী চাকরীতে কর্মরত আছেন। অবসরে তিনি পড়তে, ভ্রমন করতে এবং তার পোষ্য কুকুর হক ও রেভেনের সাথে খেলতে পছন্দ করেন।
কিউএনবি/নাহিদা / ২৮.০৯.২০২৩/ রাত ৯.৩৫