ধর্মশালায় আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশে। তার আগে গৌহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগরারা। আগামীকাল যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২ অক্টোবর পরের ম্যাচে সাকিবদের লড়াই ইংল্যান্ডের সঙ্গে।
এই দুই ম্যাচ সামনে রেখে আজ (বৃহস্পতিবার) আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ঘাম ঝরান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। গা গরমের জন্য নিজেদের মধ্যে ফুটবল খেলা থেকে শুরু করে নেটে ব্যাটে-বলে নিজেদের ঝালাই করেন লিটন-মিরাজরা।
অনুশীলনের ফাঁকে সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাকিব। বিসিবির পাঠানো এক ভিডিওতে সতীর্থদের উদ্দেশ্যে সাকিবকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস ছাড়া কোনো কিছুই অর্জন সম্ভব নয়’। বাংলাদেশ দল এবার যখন বিশ্বকাপ খেলতে ভারতে পাড়ি দিল, তখন দেশের ক্রিকেটে চলছিল অস্থিরতা। তামিম ইকবালকে নিয়ে হয়েছে অনেক নাটক। শেষ পর্যন্ত অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এসব ঘটনা পেছনে ফেলে এখন এগিয়ে যেতে হবে সাকিবদের। দলকে তাই তাতিয়ে তোলার চেষ্টাই করছেন অধিনায়ক।