আন্তর্জাতিক ডেস্ক : ইরানপন্থি হুথিদের ড্রোন হামলায় ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তে বাহরাইনের দুই সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী।
দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্তে হামলাটি ঘটে। আহতদের নিরাপদে সরিয়ে নিতে মেডিকেল টিমসহ বিমান পাঠানো হয়।
বাহরাইনের সামরিক বাহিনী বলেছে, ভুক্তভোগীরা সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্ত রক্ষায় জাতীয় দায়িত্ব পালন করছিল। এ সময় একজন নিহত হয়। অবশ্য ড্রোন হামলার ঘটনায় এখনও দ্বায় স্বীকার করেনি হুতি।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৪