বিনোদন ডেস্ক : আসন্ন বিশ্বকাপ টূর্ণামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তামিম ইকবালকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড মানতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীসহ অনেকেই। তাদের ধারণা, ষড়যন্ত্র করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গত দুই দিনে কম চর্চা হয়নি সোশ্যালে।
এমন উদ্ভুত ইস্যুতে কেউ অবস্থান নিচ্ছেন তামিমের দিকে আবার কেউ সাকিব আল হাসানের দিকে। তবে পক্ষপাতিত্ব করলেন না ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বরং সাকিব আল হাসান আর তামিম ইকবালকে মিলিয়ে দেওয়ার উদ্যোগের কথা বললেন তিনি।
সোশ্যালে মিশা সওদাগর লেখেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি, যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভূমি, নেতৃত্ব আর ভালোবাসা। স্যাক্রিফাইস থাকলে সবই সম্ভব। উদাহরণ আমাদের বিজয় ১৯৭১।’
তামিম ইস্যুতে মিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন। বিষয়টি নিয়ে ওমর সানী তো এক হাত নিয়েছেন নির্বাচকদের।
কিউএনবি/অনিমা/২৮.০৯.২০২৩/দুপুর ২:৪৬