স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিন্নাত ফেরদৌসকে নিয়ে প্রত্যাশার বেলুন ফুলিয়েছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এশিয়ান গেমসে বাংলাদেশের কাছে প্রত্যাশা নিয়ে প্রশ্ন গেলেই একাধিকবার জিন্নাত প্রসঙ্গ টেনে এনেছেন এই বর্ষীয়ান সংগঠক।
তবে বিওএ শীর্ষ কর্তার বলা কথা আর বাস্তবতার মেলবন্ধন ঘটাতে পারেননি জিন্নাত। বাই পেয়ে ৫০ কেজি ওজন শ্রেণীর প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। তবে রিংয়ে নেমে প্রমাণ দিতে পারেননি। মঙ্গোলিয়ার ইয়েসুগেন ওয়ুনতসেতসেগের কাছে ৫-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন জিন্নাত।
চার জাজের বিচারে ৩০-২৭ পয়েন্টে হেরেছেন জিন্নাত। আর একজন দিয়েছেন ৩০-২৬ স্কোর। হ্যাংজু জিমনেসিয়ামে প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই নারী বক্সার। ম্যাচ হেরে কষ্ট পেলেও ভবিষ্যতে আরও তৈরি হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার কথা বলেছেন তিনি, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে। আমার প্রতিপক্ষ বেশ শক্তিশালী ছিল। আমি আমার সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’
যুক্তরাষ্ট্রের ঘরোয়া বিভিন্ন আসরে দীর্ঘদিন ধরেই অংশ নিয়ে আসছেন জিন্নাত। তাকে হুট করে বাংলাদেশ দলে নেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে বিওএ কর্তারা বেশ আত্মবিশ্বাসী ছিলেন তার ব্যাপারে। তবে রিংয়ে সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন জিন্নাত। তারপরও আশা ছাড়ছেন না।
বাংলাদেশের হয়ে আগামী বছর প্যারিস অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন তিনি, ‘আমি মনে করি এটাই শেষ নয়। আমি বাংলাদেশকে ভালো কিছু এনে দেওয়ার লক্ষ্যেই খেলছি। এটা মাত্র শুরু। আশা করছি সামনে ভালো করবো। অলিম্পিকে খেলা আমার স্বপ্ন।’
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪০