এম,এ, রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় কৃষকের মাঝে বিনামূল্যে পেয়াজ বীজ ও চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বের) দুপুরে উপজেলা হল রুমে এ বীজ-সার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুনতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান।
উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জুন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি। সুবিধাভোগী চাষীদের মধ্যে বক্তৃতা করেন নজরুল ইসলাম, মেহেদী হাসান ও সরজিৎ কুমার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার ১৭০ চাষীকে গ্রীষ্মকালীন পেয়াজ চাষীকে ১ কেজি বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার২০ কেজি, পলিথিন ১৫০ বর্গ মিটার, ৬ গ্রাম কট সুতালি, বাঁশ কেনার জন্য ৮০০ টাকা ও ক্ষেত পরিচর্যার জন্য ২ হাজার করে টাকা প্রদান করা হয়।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮