আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতনি জোলেকা ম্যান্ডেলা। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৩ বছর।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের মাঝেই তিনি মারা যান বলে জানিয়েছে পরিবারের একজন মুখপাত্র।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন।
মিসেস ম্যান্ডেলা ছিলেন নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনির নাতনি। নিজের আত্মজীবনী হোয়েন হোপ হুইস্পার্সে তার জীবনের গল্প লিখে গেছেন তিনি। ৩২ বছর বয়সে তার স্তন ক্যান্সার ধরা পড়ে। পরে চিকিৎসা নিয়ে রোগ থেকে মুক্ত হলেও পরে এই অসুস্থতা আবারও ফিরে আসে।
গত বছর লিভার এবং ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন জোলেকা। পরে এটি শরীরের অন্যান্য অঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ায় বিভিন্ন সময় বহির্বিভাগে চিকিৎসা নিলেও মাত্র এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন বলেছে, জোলেকার কাজ ছিল অনুপ্রেরণামূলক। তিনি ক্যান্সার প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করেছিলেন এবং রোগটি নিয়ে নানা কুসংস্কার ও নেতিবাচক বিশ্বাসও ভাঙ্গার চেষ্টা করছিলেন।
জোলেকা ম্যান্ডেলা বিষণ্ণতা নিয়ে তার সংগ্রাম এবং শৈশবে যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়েও অকপটে কথা বলতেন।
২০১০ সালে তার ১৩ বছর বয়সী কন্যা জেনানি একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি সড়ক নিরাপত্তা অভিযান নিয়েও কাজ করতেন।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৫৭