বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা অ্যাটলি কুমারের ‘জওয়ান’। মুক্তির পর রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিশ্বে।
কিছুদিন আগে ‘জওয়ান’-এর সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ছবিটি করার আগে প্রযোজকদের কেউ তাকে ভরসা করে ৩০ কোটি রুপি পর্যন্ত দিতে চাইতেন না। সেখানে প্রথমবারেই তাকে ভরসা করে ৩০০ কোটির প্রযোজনা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেই টাকা যে সুদে-আসলে তুলে দিয়েছেন পরিচালক, তা বলাই বাহুল্য।
এবার নির্মাতার ডাক পড়েছে হলিউড থেকে। সেখান থেকে তাকে বার বার অনুরোধ করা হচ্ছে হলিউডে গিয়ে ছবি বানানোর। কয়েকজন নাকি তাকে ব্ল্যাঙ্ক চেকও পাঠিয়ে দিয়েছেন। তবু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যাটলি। নিজের জীবনে কিছু নীতি রয়েছে তার, সেগুলির বাইরে গিয়ে কাজ করতেই পারবেন না তিনি।
সাক্ষাৎকারে অ্যাটলি জানান, ‘জওয়ান’ ছবিতে হলিউডের একাধিক কুশলী কাজ করেছেন। ছবির অ্যাকশন পরিচালক ছিলেন হলিউডের। ছবিতে শাহরুখের আগুনের মাঝখান থেকে বেরোনোর দৃশ্যের পর অ্যাটলির ভাবনাচিন্তা দেখে সেই অ্যাকশন গুরু বলেন, তার হলিউডে কাজ করা উচিত। কিন্তু অ্যাটলির চাহিদা টাকাপয়সা নয়, নিছক ভালবাসা।
অ্যাটলির ভাষ্যে, ‘কেউ যদি এসে বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি, আপনার কাজ ভালোবাসি’ আমি সত্যিই তার সঙ্গে কাজ করব। কিন্তু কেউ যদি টাকার গরম দেখান, তা হলে সেই প্রস্তাব ফিরিয়ে দেব। অতীতে বহু কাজের প্রস্তাব ফিরিয়েছি। আমার কাছে ভালোবাসার ছাড়া অন্য কোনও কিছুরই বিশেষ মূল্য নেই। আমি ভালোবাসা ছাড়া কোনও কিছুই সৃষ্টি করতে পারি না।’
কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৬