স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। পরদিনই রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপ-অভিযান শুরু করবে পাকিস্তান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি খেলবে তারা। যদিও বাবর আজমরা এখনও ভিসাই পাননি। তবে শাহিন আফ্রিদির প্রত্যাশা সেখানে কন্ডিশন হবে পাকিস্তানের মতোই।
ভারতে খেলার অভিজ্ঞতা না থাকলেও আফ্রিদি আশা করছেন, প্রতিবেশী দেশটিতে নিজের দেশের মতো খেলার কন্ডিশনই পাবেন। আইসিসির প্রকাশ করা এক ভিডিওতে ২৩ বছর বয়সী পাকিস্তানি ফাস্ট বোলার বলেছেন, ‘মোহাম্মদ নওয়াজ ছাড়া আমাদের এই দলের আর কেউ কখনো ভারতে যাইনি। আমরা ভারতে পাকিস্তান, শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাতের মতো কন্ডিশন আশা করছি।’
আফ্রিদি এরপর যোগ করেন, ‘আমরা আশা করছি, উইকেট একই রকম হবে। এটা ঠিক যে ভারতে আমাদের প্রথম সফর হবে। একটা নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। নিজেদের সেরা ক্রিকেট খেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’ ১০ দলের বিশ্বকাপের প্রথম রাউন্ড হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। প্রথম রাউন্ডে সব দলই সবার সঙ্গে খেলবে। তাই ভারত-পাকিস্তান ম্যাচও দেখা যাবে প্রথম রাউন্ডেই। ১৪ অক্টোবর সেই ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যে স্টেডিয়ামের আসনসংখ্যা ১ লাখ ৩২ হাজার।
ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে কথা না বলে পারলেন না আফ্রিদি, ‘ভারত-পাকিস্তান দ্বৈরথ অনেক দিনের। আমরা প্রভাব ফেলতে চাই। ভারতের ক্রিকেটারদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা নিজেদের ক্রিকেটটা উপভোগ করি। মাঠে বিষয়টি ভিন্ন। কিন্তু মাঠের বাইরে আমরা বন্ধুই। এটা আমরা বজায় রাখতে চেষ্টা করব।’
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০