শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

ঢাবির জহুরুল হক হল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ডিবেটিং ক্লাব ‘হাউজ অব ডিবেটরস’-এর উদ্যোগে ৩-দিনব্যাপী ৭ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন এবং রানার্স-আপ হয়েছে বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাব। 

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার হল মিলনায়তনে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মো. বেলাল হোসাইন চৌধুরী, হল ডিবেটিং ক্লাবের মডারেটর রাফাত আলম মিশু, বিশিষ্ট কলামিস্ট ও লেখক নাজনীন হক মিমি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক তামিম মুনতাসির অনুষ্ঠান সঞ্চালনা  করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী, জ্ঞানী ও সহনশীল করে তোলে। বিতার্কিকরা যুক্তিতর্কের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করে এবং ব্যাক্তিগত, সামাজিক ও কর্মজীবনে সফল হয়।

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit