স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে লিটনদের প্রাপ্তি কী? ইতিবাচক বোধহয় এক মানকাডিং ইস্যু৷ ইশ সোধির হাসানের পিঠ চাপড়ে দেয়া, বুকে জড়িয়ে নেয়া, তার চাইতেও সমর্থকদের স্বস্তিটা আরও বেশি৷ মাঠ থেকে কমেন্ট্রি বক্স৷ সবর্ত্রই স্পিরিট অব ক্রিকেটের স্তুতি৷ এই প্রথম বাংলাদেশে কমেন্ট্রি করতে এসেছেন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মাইক হেইসম্যান। পুরো ঘটনার আরও একবার রিক্যাপ করলেন তিনি৷
হেইসম্যান বলেন, ‘আইসিসির নিয়ম থাকলেও এধরনের আউট একদমই ঠিক না। এটা জেন্টেলম্যানস গেমের পরিপন্থী। আমার মনে হয় কাউকে মানকাডিং করার আগে অন্তত একবার সতর্ক করা উচিৎ৷ যখন হাসান সোধিকে মানকাডিং করলো আমরা কমেন্ট্রি বক্সে মাথা নাড়ছিলাম৷ সে কি করলো এটা! এটা দেখে দারুণ লেগেছে যে বাংলাদেশ দল তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে৷’
তবে শুধু স্পিরিট অব দ্য গেমে কী মন জেতা যায়! মাঠের ক্রিকেট তো ভিন্ন পরীক্ষা। তাই উপমহাদেশে হলেও বাস্তবতা মেনে, ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে বাজি ধরতে পারছেন না সাবেক অজি ক্রিকেটার৷ তিনি বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে দল হিসেবে খেলাটা জরুরি৷ বাংলাদেশ দল হয়তো দুই একটা ম্যাচে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারে৷ তবে আমার মনে হয় না তারা সেমিফাইনাল খেলতে পারবে৷ এখানে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড আর পাকিস্তানের সম্ভাবনাই বেশি৷’
তবে একজনে ঠিকই মুগ্ধ হন হেইসম্যান। টাইগার অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ বড় মঞ্চে সুপার সাকিবে তাকিয়ে তিনি৷ হেইসম্যান বলেন, ‘বাংলাদেশের দারুণ একটা কোচিং প্যানেল আছে৷ তবে এর পরেও আমি আলাদা করে সাকিবের কথা বলব৷ সে দুর্দান্ত ক্রিকেটার৷ আর বিশ্বমঞ্চে বরাবরই অসাধারণ৷ উপমহাদেশে সে কেমন করে তা দেখতে আমি অধীর আগ্রহী৷’
তবে সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের নিয়ে অনেক ইতিবাচক আলোচনা হলেও, ভারতের মাটিতে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে৷ সেটা আরও একবার মনে করিয়ে দিলেন মাইক হেইসম্যান।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০