আন্তর্জাতিক ডেস্ক : সংঘর্ষের একদিন পর নাগোরনো-কারাবাখ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া কর্তৃপক্ষ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলে রাশিয়ান শান্তিরক্ষা মিশনের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি মেনে নেয়ার কথা জানিয়েছে দুই দেশ। আর্মেনিয়ান মিডিয়া ২৪ নিউজের বরাতে এ খবর জানায় আল জাজিরা ও বিবিসি নিউজ।
আর্মেনিয়ান মিডিয়া ২৪ নিউজে বলা হয়, কারাবাখের প্রেসিডেণ্ট প্রেস সার্ভিস জানায়, নাগরনো-কারাবাখে অবস্থিত রাশিয়ান শান্তিরক্ষা মিশনের কমান্ডের মধ্যস্থতার কারণে বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ অঞ্চলে পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং রাশিয়ার শান্তিরক্ষীদের সাথে সমন্বয় করে তা বাস্তবায়ন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ান শান্তিরক্ষীরা এই অঞ্চলে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, বেসামরিক নাগরিকদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে এবং সব পক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
রাশিয়ার শান্তিরক্ষীদের মূল ঘাঁটিতে বর্তমানে ২২৬১ জন বেসামরিক নাগরিক রয়েছে, যাদের মধ্যে ১০৪৯ জন শিশু জানিয়েছে রুশ মন্ত্রণালয়। তাদের সকলকে অস্থায়ী বাসস্থান এবং খাবারের জন্য জায়গা দেওয়া হয়েছে। এছাড়াও, ডাক্তাররা চিকিৎসার পাশাপাশি আহত বাসিন্দাদের সহায়তা প্রদান করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে আজারবাইজানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে যে, তাদের বাহিনী নাগোরনো-কারাবাখের ৯০টিরও বেশি যুদ্ধক্ষেত্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান যে আর্মেনীয়রা ছোট দলে যুদ্ধক্ষেত্র ছেড়ে যাচ্ছে। তাদের জন্য স্বেচ্ছায় কারাবাখ ত্যাগ করার জন্য শর্ত তৈরি করা হচ্ছে বলে জানান ওই মুখপাত্র।
এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগোরনো-কারাবাখ এবং আজারবাইজানের কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক বৃহস্পতিবার আজারবাইজানি শহর ইয়েভলাখ-এ অনুষ্ঠিত হবে।
শহরটি কারাবাখের আঞ্চলিক রাজধানী খানকেন্দি থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬০ মাইল) উত্তরে, যা আর্মেনীয়রা স্টেপানাকার্ট নামে পরিচিত। এদিকে বিবিসি নিউজ জানিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই আঞ্চলিক রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০২