বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসের জানালার গ্রীল কেটে নয় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, উপজেলার কালীকচ্ছ বাজারে হাফেজ মোহাম্মদ আনসার নামে এক ব্যক্তি ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটি শাখা পরিচালনা করেন। সোমবার রাতে তিনি সবকিছু বন্ধ করে বাড়ি যান। মঙ্গলবার সকালে এসে দেখেন অফিসের জানালার গ্রীল কাটা। অফিসে থাকা সিন্দুক ভেঙ্গে নয় লাখ টাকা চুরি হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:১৫