জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র্যালি বের। র্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান।
এসময় খাগড়াছড়ি জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, নাজমুন আরা সুলতানা,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম, খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো.শাহ আলম সাবেক খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুুুক্তিযোদ্ধা রইচ উদ্দিন সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।