গুইমারায় মালিকবিহীন কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ মালামাল আটক করেছে সেনাবাহিনী।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
১০২
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারাতে একটি কাভার্ড ভ্যান হতে মালিকবিহীন প্রায় ৭৫(পঁচাত্তর) লাখ টাকার সিগারেট,ঔষুধ এবং কাপড় আটক করেছে সেনাবাহিনী।
জানাযায়,রবিবার(১০সেপ্টেম্বর ২০২৩) দুপুর ১টার সময় গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক জালিয়াপাড়া বাজার এলাকায় মেজর এ,কে,এম,ফয়সাল এর নেতৃত্বে ১টি সি টাইপ ডমিনেশন পেট্রোল
পরিচালনা করার সময় একটি কাভার্ড ভ্যান হতে মালিকবিহীন ২৯ কার্টুন সিগারেট,২কার্টুন ঔষূধ এবং ২ কার্টুন কাপড় আটক করে সেনাবাহিনী।যার বাজার মুল্য প্রায় ৭(পঁচাত্তর) লাখ টাকা। পরবর্তীতে আটককৃত দ্রব্যাদিসমুহ চট্রগ্রাম কস্টমসের নিকট হস্তান্তর করা হবে বলে সেনা সুত্রে জানা গেছে।