আশুলিয়া ঢাকা প্রতিনিধি : পোশাক শ্রমিকদের ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা করার দাবীতে মানব বন্ধন ও সমাবেশ করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।শুক্রবার বেলা ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় এই মানব বন্ধন ও সমাবেশ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান ও বিজিএসএফ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু।বিন্দু তার বক্তব্যে বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে শ্রমিকেরা অবর্ননীয় দূর্দশায় দিন পার করছে। শ্রমিকদের উপযুক্ত মজুরী ২৫ হাজার টাকা উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বর্তমান খাদ্যপন্যের দাম ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকের খাদ্য ও পুষ্টিগ্রহণ কমে গেছে। বর্তমান মজুরীতে পাঁচজনের একটি গার্মেন্টস শ্রমিক পরিবারের মাসের ১৫ দিন চলাই কঠিন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে। জীবনযাত্রার ব্যয়সহ সমুদয় পরিস্থিতি বিবেচনা করে পোষাক শ্রমিকদের বাঁচার মত উপযুক্ত মজুরী ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণের জন্য সরকার ও মালিকদের প্রতি আহবান জানান তিনি। বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় মানব বান্ধন কর্মসূচীতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসীম রারির সভাপতিত্বে মানব বন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাজাহান মিয়া, সহ-সাধারন সম্পাদক পবিত্র এদবর, কামরুজ্জাম মিয়া, মেহেদী হাসান, সজল হালদার, মোহাইমিনুল হক, আবুল বাসার, লাবনী আক্তার, আঞ্চলিক নেতা সোহেল রানা, নাসির হোসেন ও মোঃ হানিফ প্রমুখ।