মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা ও বেনাপোল পৌর কৃষক দলের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। রবিবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল বাজারে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকদল নেতা ও মনিরামপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মোস্তফা আনোয়ার হোসেন, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম,বেনাপোল পৌর কৃষক দলের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উলাশী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ জামাল উদ্দিন, শার্শা উপজেলা কৃষক দল নেতা মোঃ নাজমুল হোসেন, বেনাপোল বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকসহ উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ্য বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি মোঃ শওকত আলীকে দেখতে যান এবং তার শরীরের খোজ খবর নেন।মত বিনিময় সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনে রাজপথে নামার জন্য কৃষক দলের তৃনমুল পর্যায় সকল নেতা কর্মিকে প্রস্তুত থাকার আহবান জানান। তিনি আরও বলেন এই অবৈধ্য নিশি ভোটের সরকার বন্দুকের নলে ক্ষমতায় বসে দেশের কৃষি ও কৃষকের চরম ক্ষতি করেছে। কৃষকের উৎপাদিত ধান, পাটসহ কোন পন্যের নেয্য মুল্য নেই। ডিজেল, সার , কীটনাশকের মুল্য বৃদ্ধি করে কৃষকের কাছেও চাঁদাবাজি করছে এই সরকার। তাই এই সরকারের কোন ভাবেই আর ক্ষমতায় দেখতে চাইনা দেশের কৃষক ও সাধারন জনগন ।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০১