আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। এবার পুলিশের গুলিতে প্রাণ গেছে এক অন্তঃসত্ত্বা কৃষ্ণাঙ্গ নারীর। পুলিশের শরীরে থাকা ক্যামেরাতেই সেই দৃশ্য ধরা পড়ে।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।
মূলত দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যে একটি মুদি দোকানের পার্কিং লটে এ ঘটনা ঘটে। শুক্রবার ওহাইওর পুলিশ বিভাগ ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ আগস্ট (বৃহস্পতিবার) ওহাইও অঙ্গরাজ্যের ব্লেন্ডন টাউনশিপে এ ঘটনা ঘটে। সেই মুদি দোকানের পার্কিং লটে ২১ বছর বয়সী গর্ভবতী কৃষ্ণাঙ্গ নারী তাকিয়া ইয়ংকে গাড়ি থেকে নামতে বলে পুলিশ। কিন্তু তাকিয়া না নেমে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা পুলিশ তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মারাত্মক আহত হন তাকিয়া।
গুলি করার পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মারা যায় তাকিয়া ও তাঁর গর্ভের সন্তান, জানায় পরিবার। তাকিয়ার আরও দুই সন্তান রয়েছে।
এক বিবৃতিতে তিনি জানান, “একজন গাড়ি চুরি করে আমাদের অফিসারের উপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে এমন অনুমান করে গুলি চালানো হয়।”
এ ঘটনাকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ব্লেনডন টাউনশিপ পুলিশের প্রধান জন বেলফোর্ড।
তবে তাকিয়ার পরিবারের আইনজীবী শন ওয়ালটন বলেন, তাকিয়া বৈষম্যের শিকার। তিনি আরও বলেন, “আমরা দুটি মূল্যবান জীবনের জন্য জবাবদিহি দাবি করছি, তাকিয়া এবং তার অনাগত কন্যা।”
এদিকে এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরপরই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। চাইলেই পুলিশ এ হত্যাকাণ্ড এড়াতে পারত বলে দাবি স্থানীয়দের।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪