শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আ গ্রেফতার এক

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : মোটরসাইকেল চুরির একটি সংঘবদ্ধ অপরাধী চক্র বর্তমানে  দেশের বিভিন্ন স্থানে তাদের এই অপরাধ কার্যক্রম করে অসছে। এমন অপরাধ চক্রের অপরাধীরা  চোরাইকৃত মোটরসাইকেল চুরি করে তাৎক্ষনিকভাবে অন্যত্র স্থান্তরের মাধ্যমে উক্ত অপরাধ চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে মোটরসাইকেল বিক্রি করে অবৈধভাবে লাভবান হয় এই সংঘবদ্ধ অপরাধী চক্র । এর ফলে সমাজের বসবাসরত মোটরসাইকেল ব্যাবহারকারীদের মনে সবসময় তাদের মোটরসাইকেল হারানোর শংকা কাজ করে।  এমন একটি  অপরাধমূলক ঘটনা ঘটে গত ৩১/০৮/২০২৩ ইং তারিখে। ঘটনার ভুক্তভোগী বাদী কর্মীয়ন চাকমা খাগড়াছাড়ি সদর থানায় এসে এজাহার দায়ের করেন যে, তার মোটরসাইকেল যার রেজিঃ নং- ঢাকা-ল-২৬-৫৪০৯, রং- কালো ও লাল, মডেল- ১৫৫ সিসি, SUZUKI M/C INDIA LTD 2016 খাগড়াছাড়ি থানাধীন খাগড়াছাড়ি বাজার এর শাহী মসজিদ রোডের জনৈক মামুনের দোকানের সামনে থেকে চুরি হয়।

এই সংক্রান্তে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা হয় এবং মামলার তদন্তভার খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ, এসআই(নিরস্ত্র)/সুমন দে কে অর্পন করেন। অতঃপর খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর তাৎক্ষনিক দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার সকল স্থানে চেকপোষ্ট জোরদার করা হয় এবং উক্ত চুরির ঘটনাকে কেন্দ্র করে  মামলার আয়ু খাগড়াছড়ি থানাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সন্দিগ্ধ আসামী মোঃ মহরম আলী (২০), পিতা-মোঃ ইউছুফ আলী, মাতা-নারগিস আক্তার, সাং-পানখাইয়া, ০৮নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে গ্রেফতার করে।

পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীকে ব্যপক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী খাগড়াছড়ি ০২নং পৌর ওয়ার্ডস্থ কুমিল্লাটিলা আবাসন প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  সহ চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। উক্ত সংঘবদ্ধ অপরাধী চক্রর অন্যান্য সদস্যদের গ্রেফতারে খাগড়াছড়ি জেলা পুলিশের অভিযান চলমান।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)   সামাজিক শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ শান্তিপুর্ন রাখতে এমন বিশেষ অভিযান সহ সকল প্রকার আইনগত পুলিশি কার্যক্রম অব্যাহত রাখার জন্য অত্র জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী ও ক্যাম্প ইনচার্জ গনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

 

 

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit