বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এখনও সিঙ্গেল। বহুবার প্রেমে পড়েছেন, প্রেমও করেছেন চুটিয়ে। কিন্তু টেকেনি সেসব সম্পর্ক। প্রেম জীবনে নিজের ব্যর্থতার জন্য মা শ্রীদেবীকেই দায়ী করলেন জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, গভীর ভালবাসা থাকা সত্ত্বেও মা শ্রীদেবীর সায় না থাকায় প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙতে হয়েছে তাকে।
জাহ্নবীর কথায়, ‘আমার জীবনের প্রথম সিরিয়াস সম্পর্ক যেটা, আমরা একে অপরকে ভীষণ পছন্দ করতাম। তাই আমার মা-বাবা তেমন ভাবে সায় না দিলেও আমি আর আমার প্রেমিক লুকিয়ে লুকিয়ে একে অপরের সঙ্গে দেখা করতাম। আলাদাই একটা রোমাঞ্চ ছিল আমাদের ওই সম্পর্কে। সম্পর্কটা আর টিকিয়ে রাখা যায়নি। আমি আমার মা-বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমার মা-বাবা এতটাই সেকেলে আর কঠোর ছিলেন ওই সময়, ওরা বলেই দিয়েছিলেন, আমি কারও সঙ্গে প্রেম করতে পারব না।’
বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করার পর জাহ্নবীর প্রেমজীবন নিয়ে কম জলঘোলা হয়নি। ‘ধড়ক’ ছবির অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলেছে বলিপাড়ার অন্দরে। তাছাড়াও, শিখর পাহাড়িয়ার সঙ্গে একাধিকবার নাম জড়িয়েছে জাহ্নবীর। তবে এখনও নাকি ‘সিঙ্গেল’ তিনি, দাবি শ্রীদেবী-কন্যার।
কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৮