স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়ন না করলে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন আগামী বছর। সেটা হবে ফ্রান্সের ক্লাব পিএসজির জন্য ঝুঁকিপূর্ণ। তবে আপাতত প্যারিস সেইন্ট জার্মেইয়ে থেকে যাচ্ছেন তিনি। ঘরের ছেলে ঘরে থেকে যাওয়ায় খুশি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
পিএসজির আশা ফরাসি তারকা নবায়ন করবেন চুক্তি। কিন্তু খেলাধুলার জগতের বাইরের মানুষেরা তো চুক্তির এত মারপ্যাচ ভেবে দেখেন না। ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টও হয়তো সেটা ভেবে দেখেননি। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে না গিয়ে এখনও পিএসজিতে আছেন, এতেই খুশি তিনি।
ফ্রান্সের পত্রিকা লা পারিসিয়ানকে সারকোজি বলেছেন, ‘আমি খুশি যে কিলিয়ান থাকছে। আমি মনে করি, যে সমাধানটা বেছে নেওয়া হয়েছে, এটা সবার জন্যই ভালো এবং ঠিক আছে।’
এমবাপ্পে যে পিএসজিতেই থেকে যাচ্ছেন, এ ঘোষণা আসার অপেক্ষায় আছেন সারকোজি, ‘আমার মনে হচ্ছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি খুব শিগগিরই এ নিয়ে কিছু বলবেন। সেটা হতে পারে দল বদলের বাজার বন্ধ হওয়ার পর।’
জুনে পিএসজিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়ে দেন, এ মৌসুমের পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না। এরপর তাকে এবারের দল বদলেই বিক্রি করতে উঠেপড়ে লাগে প্যারিসের ক্লাবটি। কারণ, এ মৌসুম শেষে এমবাপ্পে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে ট্রান্সফার ফি পাবে না তারা। কিন্তু এমবাপ্পে ঘোষণা দেন, চুক্তির মেয়াদ পূর্ণ না করে যাবেন না তিনি। এর কারণ একটাই—চুক্তির মেয়াদ পূর্ণ করলে আনুগত্য বোনাসের পুরোটাই পাবেন এমবাপ্পে।
অন্যদিকে পিএসজি ছেড়ে এমবাপ্পে যে ক্লাবে যেতে চান, সেই রিয়াল মাদ্রিদও কোনো প্রস্তাব নিয়ে আসেনি পিএসজির কাছে। তারাও হয়তো মুক্ত খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে বিনা ট্রান্সফার ফিতে পাওয়ার আশায় ছিল।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪০