স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ সামনে রেখে বেঙ্গালুরুতে ক্যাম্প চলছে ভারতীয় ক্রিকেট দলের। বৃহস্পতিবার ক্যাম্পের প্রথম দিনে খেলোয়াড়দের দিতে হয়েছে ফিটনেস টেস্ট। সেখানে বিরাট কোহলির ইয়ো ইয়ো টেস্টের ফলাফল ছিল ১৭.২। এনিয়ে হয়তো একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন এই ব্যাটার। ফলটা প্রকাশ করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কোহলি এবং অন্য ক্রিকেটারদের সংস্থাটি বলে দিয়েছে, ফিটনেস পরীক্ষার ফল গোপনীয় তথ্য। এটি প্রকাশ করা যাবে না।
ভারতের সাবেক অধিনায়ক কোহলি এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। ফলে তিনি কিছু একটা পোস্ট করার অর্থ কোটি কোটি মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যাওয়া।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম স্টোরিতে হাসি হাসি মুখের একটি ছবি দিয়ে বিরাট লিখেছিলেন, ‘কঠিন চ্যালেঞ্জ নিয়ে ইয়ো ইয়ো পরীক্ষার পাস করে যাওয়ার আনন্দ। ১৭.২ স্কোর।’
ভারতীয় বোর্ড ইয়ো ইয়ো টেস্টে কোয়ালিফিকেশনের প্যারামিটার রেখেছে ১৬.৫। কোহলির স্কোর তার থেকে ৭ পয়েন্ট বেশি।
কোহলির ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, তারপরই বিসিসিআইয়ের পক্ষে ক্রিকেটারদের মৌখিকভাবে বলে দেওয়া হয়েছে, ইয়ো ইয়ো পরীক্ষার রিপোর্ট এভাবে প্রকাশ্যে জানানো যাবে না।
কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১১