স্পোর্টস ডেস্ক : লা লিগায় কাদিজের বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে গোল করেছিলেন পেদ্রি। বার্সেলোনার মাঝ মাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ২০ বয়র বয়সী এই ফুটবলার। ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন পেদ্রি।
এক বিবৃতিতে জানানো হয়, ‘পেদ্রি ডান উরুর ইনজুরিতে পরেছেন। তিনি আপাতত মাঠের বাইরে।’ পেদ্রির ইনজুরি ঠিক হতে কতদিন সময় লাগবে তা জানানো হয়নি বিবৃতিতে। তবে গণমাধ্যমে খবর পেদ্রি যে ইনজুরিতে পরেছেন তা ঠিক হতে সময় লাগবে কয়েক সপ্তাহ।
এমনকি এক মাসও লাগতে পারে। লিগে মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। পেদ্রির ইনজুরির কারণে মাঝ মাঠ নিয়ে নতুন করে ভাবতে হবে কোচ জাভি হার্নান্দেজকে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/রাত ৯:০৮