এম,এ,রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর।
প্রধান অতিথির বক্তৃতা করেন করেন বিদায়ী অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ। প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম ফিরোজ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল আক্তার, এম,এ রহিম, আসাদুজ্জামান মুক্ত, শ্যামল দত্ত, রোকনুজ্জামান সুমন, রায়হান হোসেন প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় ওসি বলেন, উপজেলার আইন শৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম। প্রায় তিন বছর কর্মজীবনে আমি চৌগাছার মানুষের অকৃত্রিম ভালবাসা পেয়েছি, যা আমার আজীবন মনে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক দেওয়ান শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আবু জাফর বিশ্বাস, আলমগীর কামালসহ চৌগাছায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ।
এদিকে বিদায়ী ওসিকে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৮