স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এশিয়া কাপের জন্য সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে বাদ দেওয়া ও উইকেটরক্ষক মুহাম্মদ হারিসকে বেছে নেওয়ার বিষয়ে তার মতামত ব্যক্ত করেছেন।
ক্রিকেট পাকিস্তানের সঙ্গে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লতিফ বলেন, আমরা সব সিদ্ধান্তকে সম্মান করি, তবে মতামত দেওয়া থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। হারিস একজন দুর্দান্ত খেলোয়াড়, যিনি টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম করেছেন। তা ছাড়া তিনি একজন বিপজ্জনক পাওয়ারপ্লে প্লেয়ার; তার স্ট্রাইক রেট অসামান্য।
কিন্তু আমি বিশ্বাস করি, ওয়ানডেতে তার ক্যারিয়ার বিশ্বকাপের পর শুরু হবে। এশিয়া কাপেও সে অসাধারণ পারফরম করবে।
রশিদ মনে করেন, বর্তমানে সরফরাজ পাকিস্তান দলে একজন অভিজ্ঞ খেলোয়াড়। তাই তাকে দলে নেওয়া উচিত ছিল। একজন খেলোয়াড়কে সাইডলাইন করা এবং নতুন একজনের জন্য পথ প্রশস্ত করা এখানে খুব সুবিধাজনক বলে মনে হচ্ছে।
লতিফ সরফরাজের অভিজ্ঞতার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়; বিশেষ করে উচ্চ চাপের টুর্নামেন্টে। তিনি নতুনদের জন্য একজন অভিজ্ঞ খেলোয়াড়কে সাইডলাইন করার সম্ভাব্য ক্ষতিগুলোও তুলে ধরেন।
লতিফ বলেন, হারিস একজন অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, তবে বিশ্বকাপের পর তার গল্প শুরু হওয়া উচিত ছিল। তিনি দুই বছর ধরে দলের সঙ্গে আছেন কিন্তু তেমন বেশি ওডিআই খেলেননি। সরফরাজ স্কোয়াডের অংশ হওয়ার যোগ্য। যাই হোক না কেন, বিশ্বকাপের ফলাফল, আমরা জিতি বা হারি, এটা পরিবর্তন করা উচিত। সৌদ শাকিল ও মুহাম্মদ হারিসের মতো খেলোয়াড়দের ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের পর দীর্ঘ ক্রিকেট রয়েছে। তাই তারা পরেও সুযোগ পেতে পারবে।
আগামী ৩০ অক্টোবর পাকিস্তান ও শ্রীলংকার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৩। এর ফাইনাল খেলা হবে ১৭ সেপ্টেম্বর। অন্যদিকে ভারতে ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে।
কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৬