২৩ বছর বয়সী লেগ স্পিনার লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা চলছে। গত সেপ্টেম্বর থেকে এ মামলায় লড়ছেন তিনি। যার পরবর্তী শুনানি আগামী রবিবার। সেখানে তার হাজিরা দিতেই হবে। তাই তাকে রেখেই এশিয়া কাপ খেলতে মঙ্গলবার দেশ ছাড়ে নেপাল। এরই মধ্যে তারা পৌঁছে গেছে পাকিস্তানে।
হাজিরা শেষে লামিচানে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে বিষয়টি যেহেতু আদালত সংক্রান্ত। তাই কিছুটা শঙ্কা তো থাকেই।
লামিচানেকে নিয়ে নেপাল দলের ম্যানেজার প্রাদিপ মাজগাইয়ান বলেছেন, ‘যেহেতু তার বিরুদ্ধে মামলা চলছে এবং হাজিরা দেওয়ার ব্যাপার আছে, এখনই সে যেতে পারছে না। এ ছাড়া তার স্বাস্থ্যগত কিছু সমস্যাও আছে।’
নেপাল এই প্রথম এশিয়া কাপে খেলবে। আগামী বুধবার মুলতানে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে দলটির পরের ম্যাচ ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ৪ সেপ্টেম্বর হবে ম্যাচটি।
ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর লামিচানেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। একই সঙ্গে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এক পর্যায়ে লামিচানেকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে বের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। এশিয়া কাপে তার খেলা হয় কি না সেটিই এখন দেখার।