আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড়ো বাতাস এবং প্রচণ্ড বজ্রপাতসহ প্রবল বৃষ্টির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২২ আগস্ট) মাগরিবের আজানের সময় পবিত্র মসজিদুল হারামসহ মক্কার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কাবাঘরের চারপাশে মুসল্লিদের তাওয়াফ ও দোয়া করতে দেখা যায়।
দুবাইভিত্তিক বার্তাসংস্থা গালফ নিউজ এ খবর জানিয়েছে।
খবর প্রকাশের পর বৃষ্টিস্নাত কাবা প্রাঙ্গণ ও ঝড়ো বাতাসে ওমরাহ যাত্রীদের তাওয়াফের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। যদিও তীব্র বাতাসে ওমরাহ যাত্রীদের চলাচলে বিঘ্ন দেখা দেয়।
তবে তীব্র তাপমাত্রার মধ্যে হঠাৎ প্রবল বৃষ্টি মুসল্লিদের আনন্দের অনুভূতি সৃষ্টি করে। এ সময় মসজিদ চত্বরে আগ্রহভরে বৃষ্টিতে ভিজেন অনেকে। যদিও মসজিদ কর্তৃপক্ষ থেকে বৃষ্টির সময় মুসল্লিদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবল বৃষ্টি ও বাতাসের মধ্যেও ওমরাহ তীর্থযাত্রীরা তাদের প্রার্থনা অব্যাহত রাখে। বৃষ্টির মধ্যেই প্রার্থনা করার সময় একটি আধ্যাত্মিক দৃশ্যের তৈরি হয়।
তবে কিছু কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে বাতাস এবং প্রবল বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পরে। এ ছাড়া ধুলোর ঝড়ে আচ্ছন্ন হয়ে যায় জেদ্দা শহর।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, নিম্নগামী বাতাসের গতিবেগে ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটার। এর মধ্যে মক্কার দক্ষিণাঞ্চল আল-কাকিয়াতে ৪৫ মিমি সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এর আগে মঙ্গলবার সকালেই, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের আবহাওয়ার অবস্থার বিস্তারিত বিবরণ দিয়ে একটি সতর্কতা জারি করেছিলো যে, মদিনা, মক্কা, আসির, জাজান এবং আল বাহা অঞ্চলে প্রবল বাতাসের সাথে বজ্রঝড় হতে পারে।
কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫১