স্পোর্টস ডেস্ক : ফুটবলে লেগেছে আরব বসন্তের হাওয়া। সেই হাওয়ায় গা ভাসিয়ে পিএসজি থেকে সৌদি লিগে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। বার্ষিক ১৬ কোটি ইউরো বেতনের বিনিময়ে আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। আর নিজেদের ক্লাব ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়াতে ক্লাবটিকে গুনতে হয়েছে ৯ কোটি ইউরো।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিং ফাহাদ স্টেডিয়ামের ৬৮ হাজার দর্শক নিয়ে নেইমারকে বরণ করে নিয়েছে আল হিলাল। তবে নিজেদের ক্লাবের সবচেয়ে বড় তারকাকে মাঠে দেখতে আরও একটু অপেক্ষা করতে হবে সমর্থকদের। ক্লাব ছাড়লেও যে ইনজুরি পিছু ছাড়েনি নেইমারের।
ক্যারিয়ারের বারবার ইনজুরিতে পড়তে হয়েছে নেইমারকে। চোটের কারণে মাঠের চেয়েও মাঠের বাইরে বেশি থেকেছেন এই তারকা। গেলো মাসে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে অনুশীলনে নামেন এই ব্রাজিলিয়ান। পিএসজির হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির একটি ম্যাচও খেলেছেন তিনি। পুরোনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেননি নেইমার। আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, আপাতত আল হিলালের হয়ে অভিষেক হচ্ছে না নেইমারের। কবে নাগাদ নেইমার মাঠে ফিরবেন তাও নির্দিষ্ট করে জানাননি আল হিলাল কোচ। গেলো শনিবার (১৯ আগস্ট) আল হিলালের ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন নেইমার জুনিয়র।
আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন,নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। সে আমাদের ক্লাবে উন্নতি করতে সাহায্য করবে। তবে তার সামান্য চোট আছে, আপাতত সে মাঠের বাইরে থাকবে । আমি জানিনা সে কবে দলে ফিরবে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সে প্রস্তুত হয়ে উঠবে। চোট থাকা স্বত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশন নেইমারকে দলে অন্তর্ভুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হোর্হে জেসুস।
হোর্হে জেসুস বলেন,
আমি জানি না এই অবস্থায় নেইমারকে কিভাবে ব্রাজিলের জাতীয় দলে রাখা হয়? সে সম্পূর্ণ ফিট নয়। তাকে চোট নিয়েই খেলতে হবে। এটা তার জন্য ক্ষতিকর। গেলো ফেব্রুয়ারিতে গোড়ালির চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। এরপর থেকে ব্রাজিলের জাতীয় দলের হয়েও খেলা হয়নি তার।
কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০