স্পোর্টস ডেস্ক : জার্মান বুন্দেসলিগায় বড় জয় দিয়ে মৌসুম শুরু করলো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ওয়েরডার ব্রিমেনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে গোল আদায় করে নেয় বাভারিয়ানরা। মাত্র ৪ মিনিটে দলেকে এগিয়ে দেন লেরয় সানি।
যোগকরা সময়ে স্কোরশিটে নাম তুলে বাভারিয়ানদের ৪-০ গোলের বড় জয় এনে দেন ম্যাথিস টেল।
কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৪৯