বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে ডুবে তানভীর আহামদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৮;অক্টোবর) দুপুরে উপজেলার নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তানভীর নুরপুর গ্রামেন জুয়েল মিয়ার ছেলে।জানা যায়, দুপুরের দিকে তার মা কোল থেকে তাকে বাড়ির উঠানে নামিয়ে দিয়ে দুপুরের খাবার রান্না করতে ঘরে ঢুকে ।
এসময় শিশু তানভীর উঠান থেকে খেলতে খেলতে বাড়ির আঙ্গিনায় থাকা একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন নিস্তেজ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আইনী কার্যক্রম শেষ করে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫২