আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির রাজধানী বোগোটাতে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। এতে নিহত হয়েছে একজন।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তাসংস্থা রয়টার্স।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩।
তবে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১ ছিল বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা। রাজধানীর দক্ষিণ-পূর্বে আঘাত হানা এ ভূমিকম্পের পর আতঙ্কে কলম্বিয়ার রাজধানীর বাসিন্দারা বাসার বাইরে রাস্তায় বেরিয়ে আসেন।
অন্যদিকে ভূমিকম্পের সময় জানালা থেকে পড়ে একজন মহিলা মারা যান বলে সামাজিক মাধ্যম এক্স এ জানান রাজধানীর মেয়র ক্লডিয়া লোপেজ। আতঙ্কে আবাসিক ভবনের ১০ তলা ভবন থেকে লাফ দিয়ে পরে মারা যান তিনি বলে জানান মেয়র।
কলম্বিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে রাজধানীর দক্ষিণ-পূর্বে ক্যালভারিওর পুরো পৌরসভা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ওই এলাকার বাড়ি ঘরের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাছাকাছি ভিলাভিসেনসিওতে, একটি ভূমিধস হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরও অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।
রয়টার্স জানায়, প্রথম ভূমিকম্পের কয়েক মিনিট পরে শহরের রাস্তায় লোকজন ভিড় করার পরে আবার দুটি আফটারশক অনুভূত হয়। কলম্বিয়ার জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবা তথ্যমতে এগুলোর মাত্রা ছিলো ৫ দশমিক ৭ এবং ৪ দশমিক ৮। যদিও বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:২১