স্পোর্টস ডেস্ক : ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে কিছু ম্যাচ খেলতে চান না লিওনেল মেসি, এমন আলোচনা চলছে কিছুদিন ধরেই। কৃত্রিম টার্ফে হবে এমন ম্যাচগুলোতে আর্জেন্টাইন তারকা মাঠে নামা থেকে বিরত থাকতে পারেন, গুঞ্জন এমনই। যা নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন বিশ্বকাপজয়ী এ সুপারস্টার।
লিগস কাপের ফাইনালে বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে ন্যাশভিল এসসির বিপক্ষে লড়বে ইন্টার মায়ামি। এ ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। এ সময় কৃত্রিম টার্ফে খেলতে না চাওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি।
আগামী ১৬ সেপ্টেম্বর লিগে আটলান্টা ইউনাইটেড ও ২১ অক্টোবর শার্লট এমসির মাঠে খেলতে হবে মায়ামিকে। এই দুটি ম্যাচই হবে কৃত্তিম টার্ফে।
মেসি বলেন, ‘সত্যি বলতে যুব পর্যায়ে পুরো সময়টাতেই আমি কৃত্রিম টার্ফে খেলেছি। ছোট থেকে এই ধরনের মাঠে খেলেছি। এটা ঠিক যে সবশেষ এই ধরনের টার্ফে খেলার পর অনেক সময় পেরিয়ে গেছে। তবে আবার এখানে মানিয়ে নেওয়ার লড়াই করতে কোনো আপত্তি নেই আমার।
কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০২